Story
#মৌলভীবাজার জেলার বন্যা দুর্গত এলাকা থেকে #জরুরী_যোগাযোগের জন্য একটি (০১৭২৪৬৮৫৭৮৪) #হটলাইন খোলা হয়েছে। শরণকালের এই বন্যায় প্রায় ৪০ হাজার ২০০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। পানিবন্দি হয়েছে অনেক মানুষ। সমাজের যারা বিত্তবান মানুষ আছেন দয়াকরে আপনারা আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এই বিপদগ্রস্থ মানুষদের পাশে দাঁড়ান। বিশেষ করে যারা বিদেশ থাকেন আপনারা এই দুঃসময়ে পাশে দাড়ান। আমাদের দেশের সকল বিপদগ্রস্থ মানুষদের জন্য বেশি বেশি দোয়া করেন।ধন্যবাদ।
An Emergency Hotline Number (008801724685784) has opened for Flood Effected Moulvibazar Districts in Sylhet Bangladesh.There are 40 Thousands and 200 Hundreds of Families suffering from massive Flood. Please do Donate And Pray for these people.Specially the foreigners please open your helping hand for these people from own existence. Thank You